৬ জুন ২০২৩ - ১৯:৩৯
'ইয়েমেনের দ্বীপগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা'

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, ইয়েমেনের কৌশলগত অঞ্চল ও দ্বীপগুলো দখল করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি আজ এক টুইট বার্তায় এ দাবি করেছেন। পশ্চিম এশিয়ায় নানা পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের কারণে ইয়েমেনকে ঘিরে মার্কিন অপতৎপরতা বেড়েছে বলে তিনি জানান।

ইয়েমেনের এই নেতা বলেন, ইয়েমেনের আগ্রাসন ও দেশটির নানা সংকটের পেছনের মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইয়েমেনে অনৈক্য ও বিভেদ সৃষ্টির জন্য সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

আলী আল কাহুম বলেন, 'আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কখনোই আপোষ করব না। আমরা প্রথম থেকেই শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে এসেছি, আমরা বলেছি মার্কিন আধিপত্য থেকে নিজেদেরকে বের করে আনতে। কারণ শান্তি ও যুদ্ধ উভয়ের প্রভাব সব অঞ্চলের ওপরই পড়ে।"

ইয়েমেনের মানবিক ইস্যুটি সমাধানের বিষয়ে দেওয়া সৌদি প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি বলে তিনি জানান।#   

342/