‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৬ জুন ২০২৩

৭:৩৯:২৬ PM
1371498

এশিয়ায় ন্যাটো জোটের বিস্তারের বিরোধিতা করলেন ফরাসি প্রেসিডেন্ট

জাপানের রাজধানীর টোকিওতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের যে অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে তার প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি বলেছেন, উত্তর আটলান্টিকের বাইরে এই জোটের বিস্তার ঘটানো মোটেই উচিত হবে না। 

টোকিওতে ন্যাটোর একটি আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে কিন্তু এ নিয়ে সদস্য দেশগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এরমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করলেন। এর ফলে টোকিওতে ন্যাটো জোটের অফিস খোলার বিষয়টি আরো বেশি জটিল হয়ে গেল।

ন্যাটো জোটের সনদ অনুসারে, জোটের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সর্বসম্মতভাবে নিতে হবে, কোনো একটি দেশও যদি এর বিরোধিতা করে তাহলে তা চূড়ান্ত করা যাবে না।

একটি সূত্র ফাইনান্সিয়াল টাইমসকে বলেছে, ম্যাক্রন বিশ্বাস করেন এই জোটের সনদই ভৌগোলিক সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে যা এশিয়ায় ন্যাটো জোটের বিস্তারকে বাধা দিচ্ছে।# 

342/