‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৬ জুন ২০২৩

৭:৪১:০৪ PM
1371501

ইরানের যুদ্ধের সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি এনেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী এবং ইরান যুদ্ধ-সক্ষমতা অর্জনের কারণে আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি নিশ্চিত হয়েছে।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তৃতা প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করতে পারে ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য কি? এর জবাব হচ্ছে- এগুলো আগ্রাসন মোকাবেলা ও নিরাপত্তা রক্ষার জন্য তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করি যাতে আমরা কারোর আগ্রাসনের শিকার না হই। এজন্য আমরা এমন শক্তি অর্জন করতে চায় যাতে শত্রুরা কখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা চিন্তাও করতে না পারে।”

প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরান যেহেতু অস্ত্র আমদানি করে না সে কারণে এইসব কারখানার উন্নতি হুমকির মুখে পড়ার সম্ভাবনাও নেই।#

342/