‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৬ জুন ২০২৩

৭:৪১:২৭ PM
1371502

নতুন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগে ইসরাইলি যুদ্ধমন্ত্রী

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাধলে তারা নজিরবিহীন হুমকির মুখে পড়বে। তিনি উত্তর ইসরাইলে চলমান সামরিক মহড়া পরিদর্শনকালে এ স্বীকারোক্তি দেন।

গ্যালান্ট বলেন, তিনি নতুন কোনো যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন। যুদ্ধ বাধলে দেশের অভ্যন্তরে যে হুমকি মোকাবেলা করতে হবে তা গত ৭৫ বছরের ইতিহাসে আর ঘটেনি। সংকটপূর্ণ পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।

এর আগেও ইসরাইলের কয়েকজন সামরিক কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কয়েকটি ফ্রন্টে যুদ্ধে জড়াতে হলে দেশ ভেতর থেকেই ধ্বংস হয়ে যেতে পারে। কারণ ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুক।

এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিন আজ বলেছেন, 'এক সময় আমরা যে ভয়ে ভীত ছিলাম এখন ইসরাইলের মধ্যে সেই ভয় ঢুকেছে। তেল আবিব, হাইফা, পশ্চিম তীর ও তাদের অন্যান্য উপনিবেশে আতঙ্ক বিরাজ করছে। ক্ষেপণাস্ত্র এবং দৃঢ় ইচ্ছা ও মনোবলের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। নেতানিয়াহু ও তার কমান্ডারদেরকে সব সময়ই এই ভয়ের মধ্যেই রাখতে হবে।'# 

342/