‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৭ জুন ২০২৩

৭:১৬:২৯ PM
1373690

ফিলিপাইনে দায়েশের দুর্ধর্ষ নেতা নিহত

ফিলিপাইনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আইএসআইএসের শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিপাইনের সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযানে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে অবস্থিত মারাভিতে দুটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীর এক দুর্ধর্ষ নেতাকে হত্যা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে মসজিদ সংলগ্ন  ঐ ভবনের বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল। ফিলিপাইনের সেনাবাহিনী এবং পুলিশের পাঁচটি ব্যাটালিয়নের ১০০ জনেরও বেশি অফিসার দু’টি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় এবং এতে দুই আইএসআইএস সন্ত্রাসী নিহত হয়।

ফিলিপাইনের সেনাবাহিনী এই বিষয়ে ঘোষণা করেছে, এই অভিযানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসআইএসের তথাকথিত নেতা আবু জাকারিয়া এবং সেইসাথে এই সন্ত্রাসী গোষ্ঠীর রসদ সরবরাহের মাস্টারমাইন্ড আবু মুসাইদ নিহত হয়েছে। সেনাবাহিনীর জানিয়েছে, ঐ অভিযানের ফলে ফিলিপাইনে আইএসআইএসের আর কোনো নেতা অবশিষ্ট নেই।

আবু জাকারিয়া, যে "জের মিম্বান্তাস" এবং "ফাখখারুদ্দিন হাজি বেনিতো সাত্তার" নামেও পরিচিত ছিল, ২০১৭ সালে মারাউই সিটি অবরোধ এবং দক্ষিণ ফিলিপাইনের অন্যান্য অপরাধের অন্যতম প্রধান আসামী ছিল।

উল্লেখ্য, ঐ বছরে, ১,২০০ বেসামরিক লোক নিহত হয় এবং শহরের অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংসপ্রাপ্ত হয়।#176