‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২ আগস্ট ২০২৩

১০:৫২:৩৯ AM
1384337

আমেরিকায় প্রতিদিন গড়ে দুটি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে

আমেরিকায় বর্তমানে প্রতিদিন গড়ে দুটি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভ নামে একটি সংস্থা এই তথ্য দিয়েছে।

এর ফলে ২০২১ সালে আমেরিকায় বন্দুক সহিংসতার যে রেকর্ড সৃষ্টি হয়েছিল, চলতি বছর তা ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। ২০২১ সালে মোট ৬৯০টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। চলতি বছর এ পর্যন্ত ৪১৯টি বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। গান ভাইলেন্স আর্কাইভের তথ্যের বরাত দিয়ে এক্সিওস অনলাইন সোমবার এ খবর দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের এই সময় পর্যন্ত ৪০১টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। সে হিসেবে ২০২১ সালের এই সময় পর্যন্ত প্রতিদিন ১.৯টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে। এখনো চলতি বছর শেষ হতে ১৫৩ দিন বাকি। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে চলতি বছর গণগুলি বর্ষণের ঘটনার যে প্রবণতা তাতে ওই রেকর্ড ছাড়িয়ে যাবে। চলতি বছর আমেরিকায় এ পর্যন্ত বন্দুক সহিংসতায় ২৫ হাজার মানুষ মারা গেছে। অর্থাৎ বন্দুক সহিংসতায় আমেরিকায় গড়ে প্রতিদিন ১১৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সমস্ত মৃত্যুর ঘটনায় প্রতিদিন গড়ে একজন শিশু মারা যাচ্ছে যাদের বয়স শূন্য থেকে ১১ বছর। এছাড়া, ১২ থেকে ১৭ বছরের শিশু কিশোর মারা যাচ্ছে প্রতিদিন গড়ে চারটি।

চলতি বছরের গণ-গুলিবর্ষণের ঘটনায় ২২ হাজার মানুষ আহত হয়েছে যার মধ্যে ৪০০টি শিশু এবং ২,৪০০ কিশোর-কিশোরী রয়েছে। খবরে বলা হয়েছে, গান ভায়োলেন্স আর্কাইভ যে তথ্য প্রকাশ করেছে তা আমেরিকার পুরো চিত্র নয়, এর বাইরেও অনেক বন্দুক সহিংসতা ও হতাহতের ঘটনা থেকে যায়।#

342/