২ আগস্ট ২০২৩ - ১০:৫৩
ইরানের সঙ্গে থাকায় টিকে গেছে ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়া: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান শত্রুদের নিষেধাজ্ঞা ও বিভেদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

গত সেপ্টেম্বরের শেষে ইরানজুড়ে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় ইরানের শত্রুরা। সে সময় আমেরিকা ও দখলদার ইসরাইলসহ কয়েকটি দেশের নেতারা প্রকাশ্যে সহিংসতাকামীদের প্রতি সমর্থন ঘোষণা করেছিল।

জেনারেল সালামি আরও বলেছেন, আমেরিকা এখন বিশ্বে আধিপত্যের ক্ষেত্রে একক অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সিরিয়া এবং ইরাকেও মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। পারস্য উপসাগরে বছরের পর বছরে ধরে যুদ্ধ জাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছিল তারা। কিন্তু এখন আর সেগুলো নেই। বিশ্বের বিভিন্ন দেশ এখন ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা করতে চাচ্ছে বলে জানান তিনি।

আইআরজিসি বলেন- বিশ্বে যারাই আমেরিকার ওপর ভরসা করেছে, আমেরিকাকে বিশ্বাস করেছে তাদেরই পতন ঘটেছে। অন্যদিকে ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ার মতো যেসব দেশ, ইরানকে বিশ্বাস করেছে তারা টিকে গেছে।#   

342/