আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ গতকাল (সোমবার) সাংবাদিকদের জানান, তার বাহিনী লাগাতারভাবে শক্তি বাড়িয়ে যাবে যাতে ইসলামি বিপ্লব এবং ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়। তিনি আরো বলেন, চলতি বছর আইআরজিসি’র বিভিন্ন শাখার শক্তি ও সামর্থ্য দেখতে পারবে ইরানের জনগণ। সমুদ্র প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন কৌশলগত ব্যবস্থা এবং সক্ষমতা পাচ্ছে আইআরজিসির নৌ শাখা। শিগগিরি এগুলো উন্মুক্ত করা হবে বলে জানান জেনারেল শরীফ।
আইআরজিসির এ মুখপাত্র আরো বলেন, তার বাহিনীর সামনে যত সম্ভাব্য এবং কল্পিত হুমকি রয়েছে সেগুলো দূর করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার।#
342/