‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৪ আগস্ট ২০২৩

৪:৪২:৩৬ PM
1384711

রাশিয়ার সামরিক বন্দরে ইউক্রেনের হামলার চেষ্টা, ২ ড্রোন ধ্বংস

রাশিয়ার নভোরোসিস্ক বন্দরনগরীর একটি সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী নভোরোসিস্ক নগরীর দিকে ছুটে আসা দুটি সমুদ্র-ড্রোন ধ্বংস করা হয়েছে। এ শহরে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনারা মানুষবিহীন দুটি স্পিডবোট পাঠিয়ে কৃষ্ণসাগরের ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। এর আগে রাশিয়ার জরুরি বিভাগ ওই এলাকায় একটি বড় রকমের বিস্ফোরণের কথা নিশ্চিত করেছিল তবে এ ব্যাপারে জরুরি বিভাগের কর্মকর্তারা তেমন কোনো তথ্য জানাতে পারেননি।

অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও থেকে দেখা যায়, একটি পেট্রোল বোট থেকে মানুষবিহীন স্পিডবোট লক্ষ্য করে গোলা ধর্ষণ করা হয়েছে এবং মুহূর্তেই স্পিডবোটটি বিস্ফোরিত হয়ে তাতে আগুন ধরে যায়। উপকূলভাগের কাছাকাছি এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বন্দুকের গুলি এবং একটি বড় রকমের বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। তবে রাশিয়া তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করছে।#

342/