৪ আগস্ট ২০২৩ - ১৬:৪৪
ওরা কুরআন নয় বরং নিজেদেরকে পোড়াচ্ছে: ইরানি আলেম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, যারা পবিত্র কুরআন পোড়াচ্ছে তারা আসলে নিজেদের গায়েই আগুন দিচ্ছে। পবিত্র কুরআনের মর্ম বোঝা সবার পক্ষে সম্ভব নয় এবং শয়তানি আত্মাই কেবল আল্লাহর বাণীর সঙ্গে বিদ্বেষ পোষণ করতে পারে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।

সুইডেনে আশ্রয় গ্রহণকারী ইরাকি নাগরিক সালওয়ান মুমিকা অপর এক ব্যক্তির সহযোগিতায় পুনরায় পবিত্র কুরআন অবমাননা করেছে। সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে প্রকাশ্যে এই অপরাধ করেছে তারা। সুইডেনের পুলিশের সহযোগিতায় এ নিয়ে তিনবার সে কুরআন অবমাননা করল। প্রথম বার গত ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে এবং এরপর গত ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কুরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায়।

এছাড়া, ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গত কয়েক সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা করেছে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

তেহরানের জুমা নামাজের আজকের খতিব অন্যান্য বিষয়ের পাশাপাশি তাকওয়া নিয়েও কথা বলেন। তিনি বলেন, তাকওয়া হচ্ছে মুক্তির মাধ্যম এবং তাকওয়ার অনুপস্থিতি মানে পতন। তাকওয়া হচ্ছে এক অপরাজেয় দুর্গ। যারা এই দুর্গে থাকবে তারা নিরাপদ থাকবে।#

342/