৮ আগস্ট ২০২৩ - ১৭:৫৪
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নিতে বলেছে সিরিয়া

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।

গতকাল (সোমবার) দিনের শুরুর দিকে বর্বর ইহুদিবাদী সেনারা অধিকৃত গোলান মালভূমির দিক থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সিরিয়ার চার সেনা নিহত এবং চারজন আহত হয়। ইহুদিবাদীদের ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার সামরিক বাহিনী।

এরপর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানায়। পাশাপাশি ইসরাইলি হামলা বন্ধের জন্য বিশ্ব সংস্থাটিকে দখলদার তেল আবিবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল যেমন সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী ও সন্ত্রাসী নীতি অনুসরণ করছে, তেমনি আমেরিকা সিরিয়ার মাটিতে তার অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছে। ইসরাইলি হামলা এবং মার্কিন এই তৎপরতা এটাই প্রমাণ করে যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিশীলতা সৃষ্টির জন্য আমেরিকা ইসরাইলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমেরিকার এই নীতি মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা এবং অস্থিতিশীলতা মূল কারণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

342/