‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৮ আগস্ট ২০২৩

৫:৫৫:৫৩ PM
1385631

আমেরিকার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন

রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা গতকাল (সোমবার) জরুরিভাবে আমেরিকার প্রতি এই আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন সংলাপের সময় কুলেবা আমেরিকার তৈরি দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা বলেন। তিনি বলেন, "সমস্ত সহযোগিতা সরবরাহের জন্য আমি আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।" পরে তিনি টুইটারে দেয়া এক পোস্টে এই ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি জানান। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার।

গত বছর আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার চেয়ে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় চার গুণ বেশি। ইউক্রেন বলছে, যুদ্ধের ময়দান থেকে বহু দূরত্বে অবস্থান করে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের সাহায্যে তাদের সেনারা রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর বিপরীতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধভাবে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। আর এ কাজের নেতৃত্বে রয়েছে আমেরিকা।#

342/