‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১০ আগস্ট ২০২৩

২:৫০:১২ PM
1386105

নাইজেরিয়ার দূতের সঙ্গে সাক্ষাৎ করলেন নাইজারের জান্তা

নাইজেরিয়ার সরকারের দুজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন নাইজারের জান্তা সরকারের কয়েকজন কর্মকর্তা। এর ফলে পশ্চিম আফ্রিকার এই দেশটির চলমান রাজনৈতিক ও সামরিক সংকট নিরসনের ক্ষেত্রে সংলাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি প্রেসিডেন্ট মোঃ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন এবং দুইদিন পর নিজেকে নাইজার সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন।

এ ঘোষণার পর থেকে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস সরাসরি ঘোষণা করেছে, নাইজারের জান্তা সরকার বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে দেশটির বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করা হবে। এছাড়া আমেরিকার পক্ষ থেকেও বিশেষ দূত পাঠিয়ে নাইজারের জান্তা সরকারকে একই বার্তা দেয়া হয়েছে।
এরপর গতকাল (বুধবার) নাইজেরিয়ার দুইজন বিশেষ দূত নাইজারের জান্তা নেতাদের সঙ্গে আলাপ করেন।
জান্তা সরকারের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানির সঙ্গে বৈঠক শেষে নাইজেরিয়ার অন্যতম দূত লামিদো মুহাম্মদ সানুসি সাংবাদিকদের জানান, নাইজারের জান্তা সরকারের প্রধানের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। জেনারেল তিয়ানির সঙ্গে শুধুমাত্র সানুসিই আলাপের সুযোগ পেয়েছেন; অন্য দূত সাক্ষাৎ করতে পারেননি।#

342/