‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১১ আগস্ট ২০২৩

৪:৩৭:২৯ PM
1386328

ফরাসি চ্যানেল ফ্রান্স টুয়েন্টি-ফোরের আরেক সাংবাদিক বরখাস্ত

ইহুদিবাদ বিরোধী টুইট পোস্ট করার দায়ে ফ্রান্স টুয়েন্টি-ফোর চ্যানেলের রিপোর্টারকে বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে একই অভিযোগে ফ্রান্সের ওই জাতীয় টিভি চ্যানেলটির ২ জন সাংবাদিককে বরখাস্ত করা হলো। গত ১৮ জুলাই ফরাসি পার্লামেন্টের বৈঠকে দাবি করা হয়েছিল ফ্রান্স টুয়েন্টি-ফোরের ৪ জন সাংবাদিক ইহুদিবাদ বিরোধী টুইট লেখার দায়ে অভিযৃক্ত। সাংবাদিক দিনা আবি-সাব ওই ৪ সাংবাদিকের মধ্যে দ্বিতীয়।

এর আগে মার্চের শুরুতে, ফ্রান্স টুয়েন্টি-ফোরের বৈরুত সংবাদদাতা জুল মারনকে বরখাস্ত করা হয়েছিল। ওই সাংবাদিক হিটলারের প্রশংসা করে পোস্ট দিয়েছিল। ওই পোস্টে ফিলিস্তিনি প্রতিরোধ শহীদদের প্রতি সে সমর্থন জানিয়েছিল।

ইহুদিবাদী লবিগুলো বিশ্বের বড় বড় মিডিয়াগুলোতে ব্যাপক পুঁজি বিনিয়োগ করেছে। তারা মুক্ত চিন্তার মানুষগুলোকে এবং যারা মজলুম ফিলিস্তিনীদের সমর্থনে কথা বলে তাদের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর ইসরাইলের পাশবিক অত্যাচার ও হত্যাকাণ্ড সত্ত্বেও পশ্চিমা মিডিয়াগুলো নীরব রয়েছে। বিশ্বসমাজ এবং মিডিয়াগুলোর নীলবতার সুযোগে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।#

342/