মেহের বার্তা সংস্থা জানিয়েছে তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম আবু তোরাবি ফার্দ বলেছেন: আশুরার শিক্ষা সিরিয়াকে আমেরিকার কবল থেকে মুক্তি দিয়েছে। আশুরা ইয়েমেনকেও প্রতিরোধ শক্তির প্রতীকে পরিণত করেছে বলে তিনি মন্তব্য করেন।
বিশিষ্ট এই আলেম বলেন, আশুরা লেবাননের হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের প্রেরণা ছিল। শহীদ সোলাইমানি এবং পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদগণ প্রশিক্ষণ পেয়েছেন এই আশুরার শিক্ষা থেকে। যেই ইসরাইল ছিল লেবাননের নিরাপত্তার হুমকি তারা পরাজিত হয়েছিল আশুরার প্রেরণায় উজ্জীবিতদের কাছে।
ইরানের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদের প্রাক-নিবন্ধন শুরুর কথা উল্লেখ করে খতিব বলেন: এই নির্বাচন জাতির সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ এবং দেশের প্রশাসনিক গুরুত্বপূর্ণ অঙ্গনে জনগণের উপস্থিতির মাধ্যম।
স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের পর ইসলামি সংবিধান প্রণয়নের মাধ্যমে ইরানী জাতির জন্য প্রশাসনে অংশগ্রহণের পথ উন্মুক্ত হয়েছে।
ইরানের পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদনকারীদের প্রাক-নিবন্ধনের কাজ গত সোমবার থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামি ১৩ আগস্ট পর্যন্ত।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মূল নিবন্ধনের কাজ চলবে ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে। ইরানের দ্বাদশ সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের ষষ্ঠ মেয়াদের নির্বাচন ১ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।#
342/