১১ আগস্ট ২০২৩ - ১৬:৩৮
শীঘ্রই মুক্তি পাচ্ছে ইরানি সম্পদ ও বেশ কয়েকজন কারাবন্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমেরিকার আটকানো ইরানি সম্পদ ফিরে পাওয়াসহ সেদেশে অবৈধভাবে বন্দি থাকা বেশ কয়েকজন ইরানি নাগরিক শীঘ্রই মুক্তি পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইরানের কোনো কোনো সূত্র তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পদ ও বন্দি বিনিময় চুক্তির সত্যতা নিশ্চিত করেছে।

নিউ ইয়র্ক টাইমস এর আগে জানিয়েছিল, নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত ইরানীদের মুক্তির বিনিময়ে পাঁচজন আমেরিকান বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। পত্রিকাটি আরও জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে আটক ইরানের তেল খাতের প্রায় ৬০০ কোটি ডলারও ছেড়ে দেওয়া হবে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তির প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। বেশ কয়েক বছর ধরে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ অবৈধভাবে ইরানের ওই পাওনা অর্থ জব্দ করে রেখেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে: অবৈধভাবে বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করার পাশাপাশি বিশ্বব্যাপী ইরানিদের অধিকার রক্ষা করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম কর্তব্য। তারই পরিপ্রেক্ষিতে ইরান তাদের তৎপরতা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন নিরপরাধ ইরানীকে অবৈধভাবে গ্রেপ্তার করে কারাগারে আটকে রেখেছে। তাদের চাপিয়ে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার মিথ্যা অভিযোগে ওই ইরানি নাগরিকদের আটক করা হয়েছিল। তারপর থেকেই ইরান তাদের নিরীহ কারাবন্দীদের মুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা আসছে। আটক বন্দিদের বেশ কয়েকজন শিগগিরই মুক্তি পাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।#

342/