১১ আগস্ট ২০২৩ - ১৬:৩৯
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ

ইরান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দক্ষিণ আফ্রিকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) রাজধানী প্রিটোরিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, “আমরা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দক্ষিণাঞ্চলে ইরান ও দক্ষিণ আফ্রিকার ভূরাজনৈতিক অবস্থানকে উভয় দেশের জন্য যৌথ সুযোগ বলে মনে করি। বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তেহরান ও প্রিটোরিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।”

আমির-আব্দুল্লাহিয়ান উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসের সদস্যপদ লাভে ইরানের প্রতি দক্ষিণ আফ্রিকার সমর্থন নিয়েও কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকসের অন্যান্য সদস্যদেশের জোর সমর্থনের কারণে ইরান অচিরেই এই সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করবে বলে তিনি আশা করছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মূলত দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ১৫তম যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে প্রিটোরিয়া সফর করছেন। করোনা মহামারীর কারণে প্রায় তিন বছরের বিরতির পর যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর উন্নতি ও এসব দেশে শান্তি প্রতিষ্ঠা করা ইরান-দক্ষিণ আফ্রিকা যৌথ কমিশন গঠনের অন্যতম উদ্দেশ্য।#

342/