‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১১ আগস্ট ২০২৩

৬:৩৬:০১ PM
1386409

ইসলামি চিন্তাবিদের চিঠির পরিপেক্ষিতে পোপের প্রতিক্রিয়া:

কুরআন পোড়ানো মূলতঃ বর্বর ও সন্ত্রাসবাদী কাজ!

আর্জেন্টিনার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির ‍“কোরআন পোড়ানো” বিষয়ক চিঠির জবাবে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের নেতা, পোপ ফ্রান্সিস পবিত্র কোরআন পোড়ানোকে বর্বর কাজ বলে অভিহিত করেছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) বিশ্ব: ক্যাথলিক সম্প্রদায়ের নেতা, পোপ ফ্রান্সিস পবিত্র কোরআন পোড়ানোকে বর্বর কাজ বলে অভিহিত করে বলেছেন, এই ধরনের কাজ পারস্পারিক সংলাপের ক্ষেত্রে একটি বড় বাধা।

ইসলামিক ফাউন্ডেশন আর্জেন্টিনার প্রতিনিধি, ধর্মীয় চিন্তাবিদ এবং আহলে বাইত বিশ্ব সংস্থার সদস্য, হোজ্জাতুল-ইসলাম ওয়াল মুসলিমীন আবদুল করিম পাজ (FIAS), গত সপ্তাহে, বিশ্ব ক্যাথলিক নেতার উদ্দেশ্যে লেখা এক চিঠিতে পবিত্র কোরআন পোড়ানোর বিষয়কে উল্লেখ করে বলেন, এ ধরনের কাজ ইব্রাহিমি-দ্বীনের মধ্যকার ঐক্য বিনষ্ট করছে।

ঐ মুসলিম চিন্তাবিদের চিঠির জবাবে পোপ ফ্রান্সিস লিখেছেন:

হে আমার প্রিয় ভাই, (ডাঃ আব্দুল করিম পাজ), চিঠির জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা সত্যিকার অর্থেই একটি বর্বর কাজ। এই ঘটনাগুলি সম্ভাব্য মানবিক এবং দক্ষ ও বিচক্ষণ সংলাপের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে।

এছাড়াও কিছুদিন আগে আরব-আমিরাতের একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে, পোপ ফ্রান্সিস সুইডিশ সরকারের সমালোচনা করেন এবং পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার নিন্দা জ্ঞাপন করেন।

এ সময় তিনি গুরুত্বারোপ করে বলেন: আমি এই ধরনের বিদ্বেষী আচরণের প্রতি আমার অসন্তোষ, রাগ ও ঘৃণা প্রকাশ করছি! প্রত্যেকটি গ্রন্থকে, যাকে তাঁর অনুসারীরা পবিত্র বলে মনে করে, সে সব গ্রন্থের প্রতি সবার সম্মান রাখা উচিত এবং বাক স্বাধীনতার অজুহাতে কখনই অন্যদের বিষয়ে ঘৃনা ও অসম্মান উস্কে দেওয়াকে সঠিক কাজ বলা যায় না।#176K