‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১২ আগস্ট ২০২৩

১:১৮:২৬ AM
1386447

পোপের চিঠির জবাবে আয়াতুল্লাহ সিস্তানির প্রতিক্রিয়া;

সকল ধর্মের সম্মান রক্ষা এবং ধর্মীয় হিংসা ও ঘৃণা না ছড়ানোর বিষয়ে গুরুত্বারোপ

আয়াতুল্লাহ আল-উযমা সিস্তানি পোপের উদ্দেশ্যে লিখেছেন: বিভিন্ন সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা হলে তা নিশ্চিতভাবে সাধারণের মধ্যে ঘৃণা ও সহিংসতার মত ঘটনা হ্রাসে ভূমিকা রাখবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহ আল-উযমা সিস্তানি বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের প্রতি লেখা এক চিঠিতে ধর্মীয় অধিকার ও সম্মানের প্রতি আহবান জানিয়েছেন।

এ চিঠিতে শিয়াদের সম্মানিত এই মারজা বলেন: আপনার ঐতিহাসিক ইরাক সফরের দ্বিতীয় বার্ষিকী এবং নাজাফ আশরাফে আপনার সাথে হওয়া সাক্ষাত উপলক্ষে আপনি আমাকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে আমি আনন্দিত। ঐ গুরুত্বপূর্ণ সাক্ষাতটি ছিল ইসলাম ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য -যারা ধর্ম ও বিশ্বাসের দিক থেকে ভিন্ন কিন্তু সহনশীল এবং সহাবস্থান করে তাদের জন্য- অনুপ্রেরণা স্বরূপ।

তিনি তার চিঠিতে উল্লেখ করেন: আপনার চিঠিতে, আপনি বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলি সম্পর্কে আমরা সেই গুরুত্বপূর্ণ সাক্ষাতে জোর দিয়েছিলাম; ঐক্যের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি উন্নীত করার প্রচেষ্টা, হিংসা ও ঘৃণা রোধ, মানুষের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের মূল্যবোধ তৈরি করা এবং ভিন্ন ধর্ম ও চিন্তাধারার অনুসারীর মধ্যে পারস্পরিক অধিকার এবং শ্রদ্ধার বিষয়ে মনোযোগ দেওয়া।

আয়াতুল্লাহ সিস্তানি বলেন: আমিও আপনার সাথে একমত যে, বিশ্বের নানা প্রান্তে নিপীড়িতদের রক্ষা করার জন্য আরও চেষ্টা করতে হবে। পৃথিবীর পূর্ব ও পশ্চিমের অনেক অংশে এখনও বহু মানুষ জাতিগত ও সামাজিক গোষ্ঠী ট্র্যাজেডির শিকার হয়। যেখানে রয়েছে মূলতঃ ধর্মীয় নিপীড়ন ও মৌলিক স্বাধীনতার দমন এবং সামাজিক ন্যায়বিচারের অভাব। এগুলো কতিপয় চরমপন্থি আন্দোলনের উত্থান এবং ভিন্ন চিন্তার মানুষদের উপর আক্রমণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

তিনি তার চিঠিতে উল্লেখ করেন: আমি মনে করি, এই নিপীড়নগুলি সমাধানে সকলের আরও বেশি মনোযোগী হওয়া উচিত এবং সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নিতে হবে। এগুলি অবশ্যই ঘৃণা ও সহিংসতার মত ঘটনা হ্রাসে অবদান রাখবে। এই যুগে মানবতার মুখোমুখি বড় চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সর্বশক্তিমান আল্লাহ এবং তাঁর বাণী এবং উচ্চ নৈতিক মূল্যবোধের প্রতি বিশ্বাস করা আবশ্যক বলে মনে করি।

পোপের চিঠির জবাবে লেখা চিঠিতে আয়াতুল্লাহ সিস্তানি পরিবারের ঐক্য রক্ষা ও আধ্যাত্মিক শক্তিকে শক্তিশালী করা এবং তাকওয়া পালনের আহ্বান জানান; যা মানুষের মর্যাদাকে উন্নীত করে। এছাড়াও তিনি মানবসম্প্রদায়ের জন্য আল্লাহর দরবারে মঙ্গল, শান্তি এবং করুণা কামনা করার পাশাপাশি পোপের জন্য সুস্বাস্থ্য কামনা করেন।#176