‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৩ আগস্ট ২০২৩

৪:২৪:৫৭ PM
1386722

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ৩২ বার সিরিয়ার আকাশ সীমালংঘন করেছে

রাশিয়ার উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের কয়েকটি যুদ্ধবিমান গত ২৪ ঘন্টায় অন্তত ৩২ বার সিরিয়ার আকাশ লঙ্ঘন করেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার নাম করে এ সমস্ত বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে।

সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর দ্যা রিকন্সিলিয়েশনের উপপ্রধান রিয়ার অ্যাডমিরিয়াল ভাদিম কুলিত গতকাল (শনিবার) জানান, আন্তর্জাতিক জোটের ড্রোন ১৪ বার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে।  এছাড়া, ১৮ বার এই জোটের যুদ্ধবিমান এবং এমকিউ- ওয়ান সি ড্রোন সিরিয়ার আকাশীসীমা লঙ্ঘন করেছে।

রাশিয়ার এই কর্মকর্তা বলেন, পশ্চিমা সামরিক জোট যারা দাবি করে যে, তারা সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে- সেই জোট সিরিয়ার আকাশে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তারা ডিজ-এনগেজমেন্ট প্রটোকল বিরোধী কার্যকলাপ করছে এবং রাশিয়ার সাথে সমন্বয় করে কোনো কাজ করছে না।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে এবং তারা দাবি করছে- ওই এলাকার তেল সম্পদ যাতে দায়েশের হাতে না পড়ে সেজন্য তারা সেখানে সেনা রেখেছে। কিন্তু দামেস্ক সরকার বলছে, আমেরিকা বিনা অনুমতিতে তার দেশে সেনা মোতায়েন করে দখলদারিত্ব কায়েম করেছে এবং দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে।#

342/