‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৩ আগস্ট ২০২৩

৪:৩৩:০৭ PM
1386727

নাইজারের অভ্যুত্থানের নেতাদের সঙ্গে আলোচনা করবে ইকোওয়াসের সংসদীয় কমিটি

পশ্চিমা আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াসের একটি সংসদীয় কমিটি নাইজারের সামরিক অভ্যুত্থানের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান এবং দেশটির বেসামরিক প্রশাসনকে ক্ষমতায় পুনর্বহালের যে চেষ্টা চলছে তার অংশ হিসেবে এই আলোচনা হতে যাচ্ছে।

ইকোওয়াসের একজন মুখপাত্র গতকাল (শনিবার) জানান, আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে এই কমিটি সবার আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর সঙ্গে আলোচনায় বসবেন এবং তার কাছ থেকে নাইজারের জান্তা সরকারের সঙ্গে আলোচনার অনুমতি নেবেন। নাইজেরিয়া ইকোওয়াসের বর্তমান সভাপতি দেশ।

এদিকে, গতকাল নাইজেরিয়ার একদল ধর্মীয় বিশেষজ্ঞ প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে নাইজার সফরের ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার জন্য আলোচনা করেছেন। নাইজারের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনুবু এই বিশেষজ্ঞ দলকে নাইজার সফরের অনুমতি দিয়েছেন। গতকালই নাইজেরিয়ার বিশেষজ্ঞ দলটি নাইজারে পৌঁছেছে এবং দেশটির নতুন প্রধানমন্ত্রী আলী মহামান লামিন জেইন প্রতিনিধিদলকে স্বাগত জানান।
নাইজারে সামরিক অভ্যুত্থানের পর ইকোওয়াস শক্ত অবস্থান নিয়েছে এবং দেশটিতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহালের জন্য নাইজারের জান্তা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে। পাশাপাশি তারা শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার চেষ্টা করছে। আলোচনা ব্যর্থ হলে নাইজারে সামরিক অভিযান চালানোরও প্রস্তুতি নিয়ে রেখেছে ইকোওয়াস।#

342/