‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৪ আগস্ট ২০২৩

৭:৫৪:৫৯ PM
1387006

কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে আগ্রহী নাইজারের অভ্যুত্থানকারী জেনারেল

নাইজারের অভ্যুত্থানকারী নেতা জেনারেল আব্দুররহমান তিয়ানি পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের সঙ্গে বিদ্যমান বিরোধ কূটনৈতিক উপায়ে নিরসনে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। নাইজারের ক্ষমতাচ্যুত বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ইকোওয়াস দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার পর জেনারেল তিয়ানি নিজের এ অবস্থান ঘোষণা করলেন।

ইকোওয়াসের বর্তমান সভাপতি দেশ নাইজেরিয়ার আলেমদের একটি প্রতিনিধিদল মধ্যস্থতা করার জন্য বর্তমানে নাইজার সফর করছে। ওই প্রতিনিধিদলের প্রধান শেখ আব্দুল্লাহি বালা লাউ গতকাল (রোববার) নাইজারের রাজধানী নিয়ামিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠা করতে জেনারেল তিয়ানি নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। তবে সামরিক শাসন জারি রেখে কূটনৈতিক উপায়ে কীভাবে সমস্যার সমাধান হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

নাইজারের ক্ষমতাধর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল তিয়ানি গত ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নিজেকে নাইজারের নেতা ঘোষণা করেন। এরপর গত ৩০ জুলাই পশ্চিম আফ্রিকার ১৫ জাতির জোট ইকোওয়াস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অভ্যুত্থানকারী নেতা তিয়ানিকে এক সপ্তাহের সময় দেয়।  ওই সময়সীমা মেনে না নিলে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় ইকোওয়াস। গত ৬ আগস্ট রোববার ওই সময়সীমা শেষ হয়।

এরপর গত সপ্তাহে ইকোওয়াস নাইজারে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সামরিক বাহিনী প্রস্তুত রাখার কথা ঘোষণা করে। কিন্তু শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপ না করে ইকোওয়াসের পক্ষ থেকে আলেমদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল নিয়ামিতে পাঠানো হয়েছে।#

342/