‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৬ আগস্ট ২০২৩

৮:৪২:০৯ PM
1387383

কালুগা অঞ্চলে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার কালুগা অঞ্চলে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা। কালুগা অঞ্চলের সঙ্গে মস্কোর সীমানা রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ড্রোন দিয়ে মস্কোর ওপর হামলা চালানোর চেষ্টা করলে দেশের বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় হয়ে ওঠে এবং ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ সকাল পাঁচটার দিকে ইউক্রেন এই ড্রোন হামলার চেষ্টা চালায়। কিন্তু রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেগুলো শনাক্ত করে এবং ধ্বংস করতে সক্ষম হয়। ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল সন্ধ্যার দিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের ওপর ইউক্রেন একইভাবে ড্রোন হামলার চেষ্টা চালালে তা ব্যর্থ করে দেয় রাশিয়ার সামরিক বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার ওপর ড্রোন হামলার প্রচেষ্টা জোরদার করেছে।#

342/