১৬ আগস্ট ২০২৩ - ২০:৪৩
 ইঙ্গ-মার্কিন ও ফরাসি বাহিনীর ওপর নির্ভরশীল না হতে ইরানের আহ্বান

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, পারস্য উপসাগরের তিন দ্বীপ ইস্যুতে ইরান কখনোই কাউকে ছাড় দেবে না। তিনটি দ্বীপ নিঃসন্দেহে ইরান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি আঞ্চলিক দেশগুলোকে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।

পারস্য উপসাগরে উপস্থিত ইরানি দ্বীপ বুমুসা, তুম্বে কুচাক ও তুম্বে বুজুর্গ-কে নিজের ভূখণ্ড বলে দাবি করে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ইরান সব সময় এ ধরণের দাবিকে ভিত্তিহীন ও অবাস্তব বলে অভিহিত করে আসছে।

ইরানের বার্তাসংস্থা 'তাসনিম'-কে দেওয়া সাক্ষাতকারে জেনারেল শেকারচি আজ (বুধবার) আরও বলেছেন, সম্প্রতি পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এর মাধ্যমে এই অঞ্চলে বিজাতীয় সেনাদের অবৈধ উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেকারচি বলেন, ইরানের আন্তর্জাতিক শত্রুরা সব সময় পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল ও অনিরাপদ হিসেবে তুলে ধরতে চায়, তারা বলতে চায় এ কারণেই তারা এই অঞ্চলে সেনা মোতায়েন রেখেছে। কিন্তু বাইরের অঞ্চল থেকে আসা সেনাদেরকে অবশ্যই এই অঞ্চল ত্যাগ করতে হবে।

ইরানের শীর্ষস্থানীয় এই সেনা কর্মকর্তা বলেন- পারস্য উপসাগরীয় দেশগুলোকে বলছি আপনারা নিজেদের নিরাপত্তাকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল করে ফেলবেন না। ইরান প্রচণ্ড শক্তি ও সামর্থ্য নিয়ে এই অঞ্চলে উপস্থিত রয়েছে।#

342/