১৯ আগস্ট ২০২৩ - ২০:০৫
 মুক্তি পাওয়া কূটনীতিকের সঙ্গে রায়িসির সাক্ষাত, কথিত মানবতাবাদীদের সমালোচনা

বেলজিয়ামের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের কূটনীতিক আসাদুল্লাহ আসাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগে জার্মানি ও বেলজিয়ামে দীর্ঘদিন আটক থাকার পর গত মে মাসে কূটনীতিক আসাদি মুক্তি পান।

গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট রায়িসি কূটনৈতিক আসাদির সঙ্গে সাক্ষাতের জন্য তার বাড়িতে যান এবং পরিবারের লোকজন প্রেসিডেন্ট রায়িসিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় আটক ইরানি সেনাদের দেশে ফেরার ৩৩তম বার্ষিকীতে প্রেসিডেন্ট রায়িসি কূটনৈতিক আসাদুল্লাহ আসাদির সঙ্গে সাক্ষাৎ করলেন।
এ সময় আসাদুল্লাহ আসাদির মুক্তিকে স্বাগত জানান এবং দীর্ঘ সময় তার পরিবার যে কষ্ট সহ্য করেছে তার জন্য ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, কথিত মানবতাবাদীরা আবারো দেখিয়ে দিল যে, তারা কোনো আন্তর্জাতিক আইন কানুন এবং নিয়ম নীতির তোয়াক্কা করে না।#

342/