‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২০ আগস্ট ২০২৩

৮:২২:০২ PM
1388169

তেহরান-বেইজিং সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাঙ হুয়া বলেছেন, তেহরানের সাথে বেইজিংয়ের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি আশা করেন, দুদেশের মধ্যকার এই সম্পর্ক আরো জোরদার হবে।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের গভর্নর সাদেক মোতামিয়ানের সঙ্গে এক বৈঠকে গতকাল (শনিবার) এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্য, খনি এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের প্রচুর সুযোগ রয়েছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ইরানের মধ্যদিয়ে ইউরোপের সঙ্গে চীনের বাণিজ্যের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এক্ষেত্রে সিল্ক রোড এবং পশ্চিম আজারবাইজান প্রদেশের সক্ষমতা ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পর্যটন স্থাপনার কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, এক্ষেত্রেও তেহরান এবং বেইজিং সহযোগিতা বিনিময় করতে পারে। পাশাপাশি পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে তুরস্কের ভেতরে যে রেল নেটওয়ার্ক চলে গেছে এশিয়ার পণ্য পরিবহনের জন্য ইউরোপ এই রেল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত চ্যাং হুয়া।#

342/