ফিলিস্তিনের স্বতন্ত্র গণমাধ্যম
মো'তা ইনফরমেশন সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা
হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ১৯টি হামলার মধ্যে তিনটিতে গুলি
চালিয়েছে এবং চারটিতে ইসরাইলি বাহিনীর ওপর বিস্ফোরক ছুঁড়েছে।
মো'তা ইনফরমেশন সেন্টার আরো জানিয়েছে, পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর,
নাবলুস, রামাল্লাহ, জেনিন, কালকেলিয়া, আল-খলিল এবং তুলকারাম শহরে
ইহুদিবাদী বাহিনীর সাথে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাতটি সংঘর্ষ
হয়েছে।
রিপোর্টে জানানো হয়, আল-কুদস শহরের আল-জাইম চেক পয়েন্টে ইহুদিবাদী
সেনাদের ওপর প্রতিরোধ যোদ্ধারা গুলি চালায়। এ সময় তারা ইসরাইলি সেনাদের
লক্ষ্য করে ককটেল ও ছোট বোমা ছুঁড়ে মারে।
পশ্চিম তীরের তুলকারাম শহরের সংঘর্ষেও ফিলিস্তিনি যোদ্ধারা সেনাবাহিনীর ওপর গুলি চালায় এবং বোমা ছোড়ে।
মো'তা ইনফরমেশন সেন্টারের রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসে ফিলিস্তিনি
প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ১১৩২টি প্রতিশোধমূলক
হামলা চালিয়েছে যার মধ্যে ৯৭টি ছিল সশস্ত্র হামলা। এই ৯৭টি সশস্ত্র
হামলার মধ্যে ৩৩টি সংঘটিত হয়েছে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে।#
342/