‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২১ আগস্ট ২০২৩

৮:৩১:৪১ PM
1388420

হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া, অভিযোগ কাদেরের; একুশে আগস্ট ‘সাজানো নাটক’ বলছেন ফখরুল

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভার তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান তার রাজনৈতিক ও ক্ষমতার উচ্চাভিলাষ পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছেন। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলো বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি দাবী করে বলেন, আওয়ামীলীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না, কিন্তু নিজেরাই ষড়যন্ত্রের শিকার হয়। 

এদিকে, একুশে আগস্টের ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ  নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট সম্পূর্ণ আওয়ামী লীগের সাজানো নাটক। তারা যেখানে সভা করতে চেয়েছিল সেখানে করেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার ঘটনায় তদন্তভার দেয়া হয়, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে। ফলে মামলার মোড় ঘোরানোর জন্য, চার্জশিটে নাম না থাকলেও, তারেক রহমানসহ রাজনৈতিক ব্যক্তিদের নাম যুক্ত করা হয়। এছাড়া হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের কাছ থেকে জোর করে জবানবন্দি নেয়া হয়েছিলো বলে দাবি করেন, বিএনপি মহাসচিব। #

342/