আজ (মঙ্গলবার)পুজো কমিটির
কর্মকর্তাদের এক সভায় এ সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপনের হোর্ডিং দেবে।
মুখ্যমন্ত্রী মমতা আজ বলেন, রাজ্যে এখন ৪০ হাজার বারোয়ারি পুজো হয়।
কোলকাতার তিন হাজার বাদ দিলে বাকিটা জেলায় পুজো হয়।
বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোয় রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেন মমতা। গত কয়েক বছরে সেই টাকার পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পুজো কমিটির সংখ্যাও। প্রথমে প্রত্যেক পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হলেও গতবছরে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ৬০ হাজার টাকা। ২০২২ সালে মোট ৪২ হাজার ২৮টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বেড়ে ৭০ হাজার টাকা হল।
প্রসঙ্গত, ২০২২ সালে পুজো অনুদান কেন দেওয়া হবে তা নিয়ে আদালতে জনস্বার্থ মামলা হয়। অনুদানে বাধা না দিলেও কিছু শর্ত আরোপ করেছিল আদালত। কারা অনুদান পাবে এবং কী ভাবে সেই অর্থের হিসাব দিতে হবে তা ঠিক করে দিয়েছিল আদালত। এ বারেও বিষয়টা আদালতে যেতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, পুজো কমিটিগুলোকে কেনা হচ্ছে না। ক্লাবগুলোর জনকল্যাণমূলক কাজের জন্য টাকা দেওয়া হয় বলে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল (সোমবার) মুখ্যমন্ত্রী রাজ্যের ইমাম-মুয়াজ্জিনদের জন্য ৫০০ টাকা করে মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। একইসঙ্গে তিনি পুরোহিতদের জন্যও ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ ১২ বছর পর মাত্র ৫০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণায় ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। #
342/