২৮ আগস্ট ২০২৩ - ১৬:১৩
ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির সন্দেহে লেবাননে রুশ দম্পতি আটক

রাশিয়ার এক ব্যক্তি এবং তার স্ত্রীকে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তি করার সন্দেহে লেবাননের রাজধানী বৈরুত থেকে আটক করা হয়েছে।

শনিবার লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রাশিয়ার ওই দম্পতি বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার দিয়ে লেবানন ছাড়ার চেষ্টার সময় তাদেরকে আটক করা হয়।

এই আটকের কথা প্রথম প্রকাশ করেন লেবাননের গোয়েন্দা প্রধান ইলিয়াস আল-বাইসারি। তিনি শুক্রবার জানিয়েছিলেন, দেশের গোয়েন্দা সংস্থা একটি গুপ্তচর চক্রকে আটক করেছে। এই চক্রে দুই ব্যক্তি রয়েছে তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি। তখন তিনি জানিয়েছিলেন, আটক গুপ্তচরদের ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত চলছে এবং এই চক্রটি লেবাননের জন্য হুমকি সৃষ্টি করেছিল। একটি সূত্র জানিয়েছে, আটক রুশ নাগরিক তার ভুল কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং তার স্ত্রী স্বীকার করেছেন যে, তার স্বামী এই গোয়েন্দারবৃত্তির কাজে জড়িত ছিলেন।

আল-আখবার পত্রিকা জানিয়েছে, রুশ নাগরিক স্বীকার করেছেন যে, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাকে নিয়োগ দিয়েছে এবং লেবাননে যাওয়ার নির্দেশনা দিয়েছে। লেবাননে প্রবেশের আগে তাকে হিজবুল্লাহর ব্যবহার করা বিভিন্ন স্থাপনা এবং জায়গাগুলোর ম্যাপ দেয়া হয়। তাকে বলা হয়েছে, এই সমস্ত ঠিকানায় তাকে যেতে হবে, সেগুলো পরিদর্শন করতে হবে এবং সম্ভব হলে সে সব জায়গার ছবি নিতে হবে। আটক সন্দেহভাজন ব্যক্তি বেশ কয়েকবার দক্ষিণ লেবানন সফর করেছেন এবং তার কাঙ্ক্ষিত বিভিন্ন গন্তব্যে গেছেন। লেবাননে রাশিয়ার মিশন এই আটকের ঘটনাটি এরইমধ্যে জানতে পেরেছে।#

342/