লেবাননের
হিজবুল্লাহ মহাসচিব মঙ্গলবার রাতে ইহুদিবাদী কর্তৃপক্ষকে কড়া হুশিয়ারি
দিয়েছেন। তিনি বলেছেন লেবাননের মাটিতে যদি কোনো ধরনের হত্যাকাণ্ড চালানো হয়
তার জবাব না দিয়ে ছাড়া হবে না। চাই লেবাননের নাগরিক হোক কিংবা ফিলিস্তিনি,
ইরানি অথবা অন্য কোনো দেশের নাগরিক।
ইসরাইলের কয়েকটি চ্যানেল সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর গতরাতের বক্তব্যের কোনো কোনো অংশ সরাসরি প্রচার করেছে।
ইহুদিবাদী পত্রিকা মাকুর রিশোন লিখেছে: নাসরাল্লাহ ইসরাইলের দুর্বলতা সম্পর্কে ভালভাবে অবহিত আছেন। বিগত দিনে আমরা যা বলেছি তার সবকিছুই তিনি জানেন। যে হত্যাকাণ্ড চালাতে চায় সে তা চীৎকার করে জানায় না, বরং তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
ইহুদিবাদী চ্যানেল-থার্টিনও রিপোর্ট করেছে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তৃতায় বলেছিলেন, সন্ত্রাসীরা কখনই প্রতিরোধের শক্তি খর্ব করতে পারে নি। কোনো ধরনের হুমকি ধমকি দিয়ে প্রতিরোধ শক্তিকে পিছু হটানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।#
342/