৩১ আগস্ট ২০২৩ - ১৫:৪৩
 ইরানে সুন্নি মাজহাবের ১৫ হাজার শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো নতুন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটগুলো সাম্রাজ্যবাদীদের একপেশে নীতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ আধিপত্যকামী শক্তিগুলোর পতনের মধ্যদিয়ে নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে বলে তিনি জানান।

ইরানের একদল সুন্নি আলেম ও ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে তিনি আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেন। এ সময় তিনি সব মাজহাবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রায়িসি আরও বলেন, ইরানের ওপর হামলার কথাটি সাম্রাজ্যবাদীদের অভিধান থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ অতীতের ইরানের সঙ্গে বর্তমান ইরানের পার্থক্য রয়েছে। ইরান এখন অনেক বেশি শক্তিশালী। এই শক্তি অর্জিত হয়েছে সুন্নি মাজহাবের ১৫ হাজার শহীদসহ দেশের শহীদি কাফেলার রক্তের বিনিময়ে। মুসলিম উম্মাহ বিশ্ব সাম্রাজ্যবাদের সামনে সবচেয়ে বড় বাধা বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পবিত্র কুরআনের অবমাননা মানে মানবতা, স্বাধীনতা এবং সকল ঐশী ধর্মের অবমাননা। ইসলাম অবমাননাসহ এ ধরণের ঘৃণ্য তৎপরতার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মুসলমানদেরকে দুর্বল করা।#   

342/