গত মার্চ মাসে ইরান ও ইরাকের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি সই হয় যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে কুর্দি সন্ত্রাসীদের নিরস্ত্র করা ও সরিয়ে দেয়া।
মেজর জেনারেল বাকেরি বলেন, মার্চ মাসের এই চুক্তি পরিষ্কার করে বলে দিচ্ছে যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অবশ্যই ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র করতে হবে কিন্তু এখনো সেটি পুরোপুরি হয়নি। গত ছয় মাসে তারা যা করেছে তা হচ্ছে আমাদের সীমান্ত থেকে সামান্য একটু দূরে তাদেরকে সরিয়ে দিয়েছে তবে তিনি সন্ত্রাসীদেরকে নিরস্ত্র করার প্রচেষ্টা চালানোর জন্য ইরাক সরকারকে ধন্যবাদ জানান।
পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল (শুক্রবার) সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন জেনারেল বাকেরি। তিনি বলেন, “প্রেসিডেন্ট বলেছেন যে, সশস্ত্র বাহিনী কয়েক দিন সময় দিয়েছে। আমরা কিছুদিন অপেক্ষা করব এবং নিরস্ত্রীকরণ সম্পন্ন হয়েছে কিনা তা দেখার জন্য আমরা এই অঞ্চলে পর্যবেক্ষক দল পাঠাব। এর পরে, আমরা কী করব তা নির্ধারণ করব।”#
342/