আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাধারণ সম্মেলনের ৬৭তম বার্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। মুহাম্মাদ ইসলামি'র নেতৃত্বে একটি পদস্থ প্রতিনিধিদলও ওই সম্মেলনে যোগ দিতে তাঁর সঙ্গে সফর করছেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামিকাল ২৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাধারণ সম্মেলনের ৬৭তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
জনাব ইসলামি আগামিকাল (সোমবার) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাধারণ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
এই সফরে জনাব ইসলামি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি'র সাথে বৈঠক করবেন। সেইসঙ্গে পারমাণবিক শিল্পে ইরানের অর্জনগুলোর বিশেষ প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। কয়েকটি দেশের পারমাণবিক সমপক্ষের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করা ইরানের পরমাণু শক্তি প্রধান এবং তার সঙ্গে থাকা প্রতিনিধিদলের পরিকল্পনার মধ্যে রয়েছে।#
342/