‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৬ সেপ্টেম্বর ২০২৩

২:৪৬:২৮ PM
1395892

সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন; ব্যাপক ক্ষয়ক্ষতি

সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এসকিলস্টোনা শহরের মসজিদে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা। এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ বলেছে- মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এটি এখন আর ব্যবহারযোগ্য নয়। মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, পুলিশি তদন্তে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলাম-বিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

এই কর্মকর্তা আরও বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনো ব্যক্তি হতাহত হননি।

সুইডেনে বর্তমানে ছয় লাখ মুসলমান বাস করছেন। সম্প্রতি সেখানে পবিত্র কুরআন অবমাননাসহ ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ ও মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিক বার কুরআন অবমাননা করা হয়েছে। এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো মুসলিম দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।#

342/