ইরানের পবিত্র কোম নগরীর কাছে
জামকারান মসজিদে আজ (সোমবার) এক অনুষ্ঠানে একথা বলেন ইরানের সশস্ত্র
বাহিনীর চিফ অফ স্টাফ। আজকের অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা
নতুন করে শিয়া মাযহাবের দ্বাদশ ইমাম, ইমাম মাহদি (আ) এর প্রতি আনুগত্যের
শপথ নেন।
অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠন করেছে। সর্বোচ্চ প্রস্তুতি ইরানের সামরিক বাহিনীর সদস্যদের কাছে একটি অতি পরিচিত ধারণা বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সর্বোচ্চ প্রস্তুতির অর্থ হচ্ছে প্রতিমুহূর্তে আমাদের হাত বন্দুকের ট্রিগারে থাকে এবং আমাদের চোখ রাডারের পর্দায় থাকে, আমাদের নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সরঞ্জামগুলোর বিষয়ে সবসময় আমরা সতর্ক যাতে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে না পারে এবং আমাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়।"
জেনারেল বাকেরি জোর দিয়ে বলেন, আজকের দিনে শত্রুরা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সাহস করে না, এমনকি ইরানের সামরিক বাহিনীর শক্তি দেখে তারা এগুলো কল্পনাও করে না।#
342/