আইআরজিসির
নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি গতকাল (রোববার) এ
তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই কম্ব্যাট ড্রোন পানির ওপর থেকে উড্ডয়ন
করতেও সক্ষম।
অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আইআরজিসি’ নৌ শাখা হাইব্রিড ড্রোনও তৈরি করেছে যার দুটি আলাদা ইঞ্জিন রয়েছে। এসব ড্রোন ১৫ ঘণ্টার বেশি সময় আকাশে উড়তে পারে এবং খুব শিগগিরি এগুলো নৌবহরে যুক্ত হবে।
গত মাসে আইআরজিসি’র নৌ শাখা দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত উন্নতমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে। এর পাশাপাশি তারা নতুন ধরনের ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ার ফেয়ারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ-সামগ্রী হাতে পেয়েছে। আইআরজিসি’র চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আনুষ্ঠানিকভাবে এসব সামরিক সরঞ্জাম হস্তান্তর করেন।#
342/