‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৬ সেপ্টেম্বর ২০২৩

২:৫৫:৫১ PM
1395904

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার; সহিংসতা এড়াতে আগাম ব্যবস্থা নেয়ার পরামর্শ

নির্বাচন নিয়ে যে কোন প্রশ্ন ও বিতর্ক এড়াতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হেবে নির্বাচনের দিন সকাল বেলা। এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে আগের রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালেই ব্যালট পেপার পাঠানো হবে। ইসি মো. আনিছুর রহমান বলেন, কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা ইসির দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে।  নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর ঢাকায়  নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আগামী বছরের ২৯ জানুয়ারি মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।  একটি সাংবিধানিক গ্যাপ (শূন্যতা) তৈরি হবে। সেই গ্যাপ তৈরি হলে দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টিরও শংকা প্রকাশ করেছেন ইসি আলমগীর।

এদিকে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি এই নীতিমালা জারি করেছে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

একই সাথে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সব সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। নির্বাচনের সময় বিশেষ করে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপ চেয়ারম্যান ও নির্বাচনী বিশ্লেষক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের উদ্যোগগুলো নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। কিন্তু শুধু সকাল বেলা ব্যালট পেপার পাঠালেই হবে না, দুপুর বেলায় যে ধরনের সহিংসতা হয় ও ভোটকেন্দ্রে সমস্যা তৈরী হয় তা প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে হবে।#

342/