জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এবং জেনেভায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গতকাল (মঙ্গলবার) এই আহ্বান জানায়। গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক পরমাণু মুক্ত দিবস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন লিখেছে, "সাম্প্রতিক ইতিহাসে ইরান গণবিধ্বংসী মারণাস্ত্রের শিকার। তেহরান এই ধরনের অস্ত্র সম্পূর্ণভাবে মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান অন্য শান্তিপ্রিয় দেশগুলোকে সাথে নিয়ে পরমাণু মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে কাজ করবে।"
ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ইরানের বিরুদ্ধে যে পরমাণু হুমকি দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার বিরুদ্ধে নিন্দা জানানো এবং তা প্রত্যাখ্যান করা।
নেতানিয়াহু বলেছেন, "আমি যতদিন ইসরাইলের প্রধানমন্ত্রী আছি ততক্ষণ ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য আমার ক্ষমতা অনুযায়ী সবকিছু করব।"
নেতানিয়াহুর এই বক্তব্য শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করবে বলে ইরানের স্থায়ী মিশন উল্লেখ করেছে।#
342/