টেলিফোন সংলাপে দুই প্রেসিডেন্ট রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরো বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা করেন। এ সময় তারা আঞ্চলিক বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রতিরোধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রায়িসি রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে অনুকূল বলে মন্তব্য করেন এবং দু দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। রাশিয়ার সঙ্গে ইরানের ট্রানজিট, পরিবহন, জ্বালানি বিনিময় এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর প্রকল্প নিয়ে চুক্তি হয়েছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিক্সের শীর্ষ সম্মেলনে ইরানকে এ সংস্থার সদস্য পদ দেয়ার ক্ষেত্রে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার জন্য প্রেসিডেন্ট রায়িসি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।
টেলিফোন সংলাপের প্রেসিডেন্ট পুতিন দু দেশের মধ্যকার সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে জানান, গত বছর দু দেশের মধ্যে বাণিজ্যে রেকর্ড সৃষ্টি করেছে। ইরানকে রাশিয়ার কৌশলগত মিত্র উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন দু দেশের মধ্যকার প্রকল্পগুলো বিশেষ করে রাশ্ত-আস্ত্রা রেলওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার কথা জানান। এই রেলওয়ে প্রকল্প রাশিয়া, আজারবাইজান এবং ইরানকে সংযুক্ত করবে। এর ফলে তিন দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে আশা করেন প্রেসিডেন্ট পুতিন।#
342/