‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০২৩

৩:৪৯:৫৭ PM
1396436

‘ইরান-বিরোধী ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া ঠেকান’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তার মেয়াদ যাতে শেষ না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের ৩১ জন সিনেটর।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির ওপর আরোপ করা এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে ইরান স্বাধীনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পরিচালনা করতে পারবে এবং সেগুলো বিদেশী রপ্তানি করতে পারবে।

এ অবস্থায় আমেরিকার এসব সিনেটর ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে চিঠি দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া ঠেকানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইউরোপের এই তিন দেশ একতরফাভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে বলে যে ঘোষণা দিয়েছে তারও প্রশংসা করেছেন মার্কিন সিনেটররা। তারা আরো বলেছেন, জাতিসংঘের এই নিষেধাজ্ঞা বহাল রাখা যায় যাতে তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ইউরোপের তিন দেশকে নিতে হবে।

ইসরাইলপন্থী পত্রিকা জিউশ ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে- মার্কিন সিনেটররা বলেছেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের শক্তি ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাধ্যতামূলক কোনো বহুপাক্ষিক কাঠামো নেই।" 

মার্কিন সিনেটররা দাবি করেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে দিলে "মধ্যপ্রাচ্য এবং তার বাইরের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য" ইরান হুমকি তৈরি করবে। কারণ, এর ফলে ইরান উন্নত অস্ত্রের আরো বিস্তারের সুযোগ পাবে এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য "ক্ষতিকারক ব্যক্তিদের" ক্ষমতায়ন করবে।

২০১৫ সালে সই হওয়া পারমাণু সমঝোতার অংশ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা অক্টোবরের মাঝামাঝি সময়ে শেষ হবে।

আমেরিকা এই সমঝোতা থেকে সরে গেলেও ইউরোপের তিন দেশ এখনো তা বহাল রেখেছে। ফলে তারা এই চুক্তি মেনে চলতে বাধ্য।# 

342/