লাখো মুসল্লির অংশগ্রহণে ইয়েমেনে ঈদে মিলাদুন্নাবি পালিত (সচিত্র)
লাখো মুসলিমের অংশগ্রহণে ইয়েমেন পবিত্র ঈদে মিলাদুন্নাবি (স.) পালিত হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চলতি বছর হুথি নেতা আব্দুল মালেক হুথির আহবানে সাড়া দিয়ে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পবিত্র ঈদে মিলাদুন্নাবি (স.) উপলক্ষে আয়োজিত গণসমাবেশে অংশগ্রহণ করেছে ইয়েমের লাখ লাখ মানুষ।
ইয়েমেনের উচ্চতর রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মুশাত জানিয়েছেন: সানআসহ সা’দাহ, তায়েজ, যিমার, জাওফ, মাআরিব ও আল-মাহভিত শহরগুলো পবিত্র এ দিবস উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়।#



