আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কেনিয়ার রাজধানীতে অবস্থিত জাফরী ইসলামিক সেন্টারে একদল যুবকদের সাথে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার জ্ঞান-বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. মাহদি ফারমানিয়ান, এই বিভাগের বিভিন্ন শাখা সম্পর্কে বিশেষ করে অনলাইনে তৎপরতা বিষয়ক বিভাগ
সম্পর্কে পরিচয় করান।
ড. ফারমানিয়ান কেনিয় যুবকদেরকে নাবা এপস, রাহনুমা পোর্টাল, ডিজিটাল লাইব্রেরি এবং উইকি শিয়া সম্পর্কে জানান; যা এই বিভাগ থেকে উৎপাদিত ও পরিচালিত এবং তাদের নিকট ৩৬টি ভাষায় ইসলামী জ্ঞানের ওপর ৪০ জিবি ডিজিটাল কন্টেন্ট রয়েছে বলে তিনি জানান।
সংস্থাটির জ্ঞান-বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগের সাধারণ শিক্ষা প্রশাসনের প্রধান হুজ্জাতুল ইসলাম ওলীউল্লাহ মা’দানীপুর এই সংস্থা কর্তৃক বিভিন্ন বিষয়ের অনলাইন ও অফলাইন শিক্ষামূলক কোর্স আয়োজনে প্রস্তুতির কথা জানান।
স্যাটেলাইট চ্যানেল সাকালাইনের প্রধান মোহাম্মাদ কাযিম কাযিমি, চ্যানেলটির আরবি ভাষার কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, সাকালাইন চ্যানেলের সাম্প্রতিক পলিসি হল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি লক্ষ্য রেখে কন্টেন্টে বৈচিত্র্য তুলে ধরা।
আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থার (আবনা) ২৬টি ভাষায় কার্যক্রমের কথা উল্লেখ করে বার্তা সংস্থার পরিচালক হাসান সাদরাঈ আরেফ বলেন, আবনার ভাষাসমূহের মধ্যে ইংরেজি, সোয়াহিলি, হাউসা ও ফ্রেন্স ভাষা অন্যতম, যে ভাষাসমূহের সাথে আফ্রিকার অনেক মানুষ পরিচিত। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান, সহকর্মী এবং স্থানীয় কর্মীদের মাধ্যমে কন্টেন্ট তৈরি ইত্যাদি বর্তমানে আবনার গুরুত্বপূর্ণ নীতিসমূহের অন্তর্গত।
এই আন্তরিক বৈঠকের শুরুতে উপস্থিত কেনিয় যুবকদের মধ্যে মিডিয়া ও অনলাইনে সক্রিয়রা, দ্বীনের শিক্ষা আদান-প্রদানের ক্ষেত্রে মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম থেকে সুবিধা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।#176