‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৮ নভেম্বর ২০২৩

১:০১:৫৫ AM
1409555

গাজার বৃহৎ কারাগারে যা ঘটছে তা সমস্ত মানবতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে : নাওয়াব

সাইয়্যেদ আবুল হাসান নাওয়াব বলেছেন, গাজার জনগণ যে ভোগান্তি ও তিক্ততার সম্মুখীন হয়েছে তা সভ্যতার দাবিদার বিশ্বকে একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি করেছে যাতে রাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের লড়াইয়ের মাঝে যে কোন একটিকে বেছে নিতে পারে।

 

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজায় দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলা এবং এই ভূখণ্ডের শিশু ও বেসামরিক নারী-পুরুষদের অব্যাহত হত্যার বিষয়ে ইরানের আদিয়ান ও মাযাহেব বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সুপ্রিম কাউন্সিলের সদস্য সাইয়্যেদ আবুল হাসান নাওয়াব জাতিসংঘের মহাসচিবের কাছে একটি চিঠিতে গাজাবাসীর মানবিক মর্যাদা রক্ষা এবং ইহুদিবাদী শাসকদের অব্যাহত নিপীড়ন বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন।

 

জাতিসংঘের মহাসচিবের কাছে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ আবুল হাসান নাওয়াবের চিঠিটি নিম্নরূপ:

“জনাব আন্তোনিও গুতেরেস

 জাতিসংঘের সম্মানিত মহাসচিব,

শান্তি ও সম্মান জ্ঞাপন করছি, 

মানুষের মর্যাদা, তার জীবন এবং সম্পত্তি ও আত্মমর্যাদার পবিত্রতা রক্ষা সকল ধর্ম, দর্শন এবং নৈতিকা দ্বারা স্বীকৃত। ঐশ্বরিক ধর্মগুলি অন্যান্য ঐশ্বরিক ব্যবস্থার চেয়ে স্রষ্টার এই সৃষ্টিকে সম্মান করার উপর বেশি জোর দেয়, যার মাঝে স্রষ্টার আত্মা ফুঁকে দেওয়া হয়েছে, এমনকি বলা যায় যে ধর্মগুলি মানুষের সেবায় অবতীর্ণ হয়েছে।

গাজার বৃহৎ কারাগারে আজ যা ঘটছে, তা শুধু আরব বা মুসলিমদেরকেই নয়, বরং সকল মানুষ ও মানবতাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গাজার জনগণ যে ভোগান্তি ও তিক্ততার সম্মুখীন, তা সভ্যতার দাবিদার বিশ্বকে একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি করেছে যাতে রাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের লড়াইয়ের মাঝে তারা যে কোন একটিকে বেছে নিতে পারে। আমরা একটি বৃহৎ ধর্মীয় ও শিক্ষাঙ্গনে সক্রিয় জনগোষ্ঠী হিসাবে গাজার নির্যাতিত জনগণের সহায়তায় আপনার প্রজ্ঞাময় অবস্থানের প্রতি কৃতজ্ঞাতা জানানোর পাশাপাশি দাবি জানাচ্ছি, নিরীহ ফিলিস্তিনীদের এবং বিশ্বের সমস্ত দুঃখী মানুষের নিপীড়নের অবসানের জন্য প্রার্থনার পাশাপাশি গাজার জনগণের মানবিক মর্যাদা রক্ষা এবং ইহুদিবাদী শাসকদের নিপীড়নের ধারাবাহিকতা বন্ধে বিশ্বের বিভিন্ন সরকার ও জাতিগুলিকে উৎসাহিত করতে আপনার শক্তি এবং সক্ষমতা ব্যবহারের প্রতি আহবান জানাচ্ছি। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার সুস্থতা এবং উচ্চতর মর্যাদা কামনা করছি। 

 

সাইয়্যেদ আবুল হাসান নাওয়াব, 

চ্যান্সেলর, আদিয়ান ও মাযাহেব বিশ্ববিদ্যালয়।#176S