‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২ ডিসেম্বর ২০২৩

৯:১৩:৪৩ AM
1416608

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান ব্যর্থ হয়েছে

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলতি সপ্তাহে এক বৈঠকে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, ইউক্রেন গত জুন থেকে রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল তা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার ব্রাসেলসে বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন হাঙ্গেরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো।

তিনি বলেন, ন্যাটো জোট ইউক্রেনকে যে সমর্থন দিয়েছে তা থেকে আসা ফলাফল খুবই নিম্নমানের। এক্ষেত্রে এই সামরিক জোটের প্রকৃত কৌশল নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পিটার সিজার্তো বলেন, ইউক্রেনের মূল পরিকল্পনা ছিল রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা এবং মস্কোয় তার প্রভাব ফেলা। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তা কেউ স্বীকার করুক আর না করুক।

বৈঠকে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার জন্য সদস্য দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানান। তিনি দাবি করেন, “এটি আমাদের নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন।”#


342/