‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ ডিসেম্বর ২০২৩

৫:০৪:০৮ PM
1416982

কী মূল্য আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের এই আহ্বানের?

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে হত্যার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার বেসামরিক লোকজন যেন লক্ষ্যবস্তুততে পরিণত না হয়।

অ্যান্টনি ব্লিংকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি ইসরাইলকে বলেছেন, যুদ্ধে ফেরার আগে মানবিক বেসামরিক সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করুন। যাতে বড় রকমের বাস্তচ্যুতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে বলেছেন।

এর আগে, ইসরাইলের ৪৯ দিনের আগ্রাসনে গাজার অন্তত ১৫ হাজার ৫০০ নাগরিক শহীদ হয়েছেন। ইসরাইলের আগ্রাসন শুরুর পরপরই মার্কিন সরকার ইসরাইলকে যুদ্ধ-সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে। এছাড়া, ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে তারা ভূমধ্যসাগরে এমনকি গাজা উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। সে কারণে ব্লিংকেনের এই আহ্বানের মূল্য ও গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা একদিকে ইসরাইলকে অর্থ, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে সহযোগিতা করছে, অন্যদিকে ইসরাইলকে এই নসিহত করছে। এটি তামাশা ছাড়া আর কিছুই নয়।#

342/