‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ ডিসেম্বর ২০২৩

৫:০৮:২৬ PM
1416990

মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান সদস্য জর্জ স্যান্টোস বহিষ্কার

নিউ ইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান জর্জ সান্টোসকে দুর্নীতির দায়ে বহিষ্কারের ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

কেলেঙ্কারিতে জর্জরিত সান্টোস তার পেশাগত জীবনীতে শিক্ষা ও ধর্ম থেকে শুরু করে তার ব্যক্তিগত ইতিহাস এবং পেশাগত অভিজ্ঞতা সবকিছুতে মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রমাণ পাওয়ার পর গতকাল (শুক্রবার) এই ভোটাভুটি হলো।

সান্টোস তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য দাতাদের দেয়া নগদ অর্থ চুরি করার জন্যও অভিযুক্ত হয়েছেন। এছাড়া, ক্রেডিট কার্ড জালিয়াতি, মানি লন্ডারিং এবং পরিচয় চুরিও দুর্নীতির তালিকায় রয়েছে। স্যান্টোসকে বহিষ্কারের জন্য আনা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩১১টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১১৪ জন আইনপ্রণেতা। উল্লেখযোগ্য দিক হচ্ছে- নিজের দলের ১০০’র বেশি কংগ্রেসম্যান স্যান্টোসের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

এদিকে, স্যান্টোস তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, হাউজ এথিক্স কমিটি তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় যুক্ত হয়েছে। গত মাসে এথিক্স কমিটি স্যান্টোসের বিরুদ্ধে তদন্ত শেষ করে। কমিটির রিপোর্টে বলা হয়েছে- স্যান্টোসের বিরুদ্ধে আনা দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা পাওয়া গেছে।#

342/