‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ ডিসেম্বর ২০২৩

৩:৫২:২৭ PM
1417302

নির্বাচনে বাইডেনকে বয়কটের প্রতিশ্রুতি আমেরিকান মুসলিমদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তাতে অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ২০২৪ সালে ভোট দেবেন না বলে জানিয়েছেন আমেরিকায় বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নেতারা।

গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানানোর বিষয়ে মুসলিম সম্প্রদায়ের সাম্প্রতিক অনুরোধ প্রত্যাখ্যান করায় জো বাইডেনের প্রতি ক্ষুব্ধ হয়েছেন সেখানকার মুসলিম নেতারা। পাশাপাশি তিনি ইসরাইলের চলমান নারকীয় বর্বরতার প্রতি সমর্থন জানিয়ে সাম্প্রতিক দিনগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে ইহুদিবাদী সামরিক বাহিনীকে।

মুসলিম সম্প্রদায়ের নেতারা শনিবার মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবোর্ন শহরে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন। ওই সমাবেশ থেকে তারা ঘোষণা দেন, গাজার মানুষকে ইসরাইলের আগ্রাসন থেকে রক্ষার জন্য প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করায় ২০২৪ সালের নির্বাচনে তাকে ভোট দেয়া হবে না।

এরইমধ্যে মিশিগানের ডেমোক্র্যাট নেতারা হোয়াইট হাউসকে এই বলে সতর্ক করেছেন যে, ইসরাইলকে সমর্থন দেয়ার কারণে বাইডেনকে ২০২৪ সালের নির্বাচনে অনেক বেশি খেসারত দিতে হবে। আমেরিকায় বসবাসরত আরব সম্প্রদায়ের লোকজন বিশেষভাবে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনকে বয়কট করতে পারেন বলে মিশিগানে ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন।

মিনেসোটার মুসলিম সম্প্রদায় কিছুদিন আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, ৩১ অক্টোবরের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরাইলকে বাধ্য করতে হবে। এই আহ্বান মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডায় ছড়িয়ে পড়ে। কিন্তু জো বাইডেন যুদ্ধ বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানাতে রাজি হননি।#

342/