‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ ডিসেম্বর ২০২৩

৩:৫৭:২৭ PM
1417314

ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত থাকুন

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, “ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ নতুন পর্যায়ে মোড় নিচ্ছে। তবে ইউক্রেনের ভালো সময় এবং মন্দ সময় -সব অবস্থাতেই তার পাশে দাঁড়াতে হবে।”

জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু যাই হোক না কেন- পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পাশে থাকা উচিত। একই সাথে তিনি ন্যাটোজোটের সমালোচনা করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য যে পরিমাণে গোলাবারদ ও সামরিক সরঞ্জাম প্রয়োজন, ইউক্রেনকে তা সরবরাহ করা সম্ভব হয়নি।

স্টলটেনবার্গ স্বীকার করেন, ইউক্রেনের ফ্রন্টলাইনগুলো গত কয়েক মাস ধরে অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, "আসলে যুদ্ধের পরিকল্পনা করা কঠিন।" স্টলটেনবার্গের মতে, এই কঠিন সময়ে "অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ"।

কিছু অস্ত্র উৎপাদন করতে সময় লাগে, এ অবস্থায় ইউক্রেন কী করতে পারে- এমন এক প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, “আমি বিষয়টি ইউক্রেনের নেতাদের ওপর ছেড়ে দিতে চাই।”# 

342/