‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
শনিবার

২৪ সেপ্টেম্বর ২০১১

৮:৩০:০০ PM
267799

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মরক্কোর ফুটবল কোচ

সৌদি আরবে প্রকাশিত এক দৈনিক লিখেছে যে, বেলজিয়ামের নাগরিক ও মরক্কোর ফুটবল কোচ পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবে প্রকাশিত দৈনিক ‘আল-ইকতিসাদিয়াহ’ গত সপ্তাহের রবিবারের সংখ্যায় লিখেছে যে, মরক্কোর ফুটবল কোচ (বেলজিয়ামের নাগরিক) এরিক গ্রেট্‌স -যিনি ইতিপূর্বে সৌদি আরবের আল-হিলাল টিমের কোচের দায়িত্ব পালন করেছেন- সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

উক্ত দৈনিকে বলা হয়েছে যে, নবমুসলিম ও ফুটবল কোচ এরপূর্বে একজন খ্রীষ্টান ছিলেন। গত সপ্তাহে ব্যবসায়িক কাজে সৌদি আরব সফরে আসেন। তিনি মুসলমান হওয়ার পর একজন সৌদি সেবিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে মরক্কোর ফুটবল কোচের বিয়ের অনুষ্ঠানে তার ঘনিষ্ট কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

দৈনিক আল-ইকতিসাদিয়াহ আরো জানিয়েছে যে, এ বিষয়টি তার পূনরায় সৌদি আরবের আল-হিলাল টিমে ফেরত আসার বিষয়টিকে জোরদার করেছে। কেননা সৌদি লীগে জার্মান কোচের নেতৃত্বে আল-হিলালের বর্তমান অবস্থা অত্যন্ত শোচণীয়।

বলাবাহুল্য, মরক্কো নবমুসলিম গ্রেট্‌সের নেতৃত্বে আগামী মাসে আফ্রিকান কাপ ২০১২ -এর বাছাই পর্বে তানজানিয়ার সাথে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।#